Akash Mahamud

আজকাল অনেক কোম্পানির মালিকেরা অটোমেটেড ওয়্যারহাউজ করার কথা ভাবছেন। আজকে ও একটা কোম্পানি ED র সাথে কথা হয়েছে, আমি প্রশ্ন করেছিলাম
১| আপনি ইনভেন্টরি ম্যানেজমেন্ট কিভাবে কন্ট্রোল করেন?
২| আপনার ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড কত?
উত্তরঃ
১| আমরা কোনো সফটওয়্যার ইউস করিনা।
২| ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড ১৫ দিন।

আমার পরের প্রশ্ন, আপনার ডেইলি কনজাম্পশন কত?
উত্তরঃ মাক্সিমাম ৫০ টন ডেইলি।

আমার পরের প্রশ্ন
১| আপনার ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড ১৫ দিন, ডেইলি কনজাম্পশন ৫০ টন, তাহলে আপনার ওয়্যারহাউজ ধারণক্ষমতা (capacity) কত হওয়া উচিত?
২|কেনইবা আপনি ১০,০০০ টন ধারণক্ষমতার (capacity) ওয়্যারহাউজ বানানোর কথা ভাবছেন?
উনার পরবতি উত্তর শুনে আমার মাথা তাল গাছের উপরে।

আমাদের বর্তমান স্টক ৭৫০০ টন!!!

এই গল্পের দিক হলো;
১| আগে ইনভেন্টরি কনট্রোল করুন পরে ওয়্যারহাউজ ধারণক্ষমতা (capacity) বৃদ্ধি করুন।
২| একটা ভাল মানের ERP সফটওয়্যার ব্যবহার করার চেষ্টা করুন,
৩| প্রোয়োজনে একটা অর্ডিনারি সফ্টওয়্যার ইনহাউস টিম দিয়ে তৈরি করুন।
৪| স্টক এজ এনালাইসিস করুন (Inventory Aged Analysis).

শুধু ইনভেন্টরি স্টক এজ এনালাইসিস করে আপনার ওয়্যারহাউজ ধারণক্ষমতা (capacity) ৫০% নিচে নামানো সম্ভব। আর ইনভেন্টরি কনট্রোল করতে না পারলে আপনার দশ গুণ ধারন ক্ষমতার ওয়্যারহাউজ দিয়েও কিছু হবে না।

#automatedwarehouse #inventorycontrol, #অটোমেটেডওয়্যারহাউজ

6 Responses
  1. Raisul Islam

    Dear Sir,
    I read all those information in your bio site. I have great believe that, you have a complete package of gain profit margin & as well as media of business growths.

    Please teach us as your way. We need to know you more & more from you.

    Take care. Wish you all the very best success in every step of your life. ❤️

Leave a Reply