অফিসে নুতুন জয়েন করে সহকর্মীদের সাথে কিভাবে মানিয়ে চলবেন?

Akash Mahamud

অফিসে নুতুন জয়েন করে সহকর্মীদের সাথে কিভাবে মানিয়ে চলবেন?

How to get along with new colleagues in the office?

অনেক সময় দেখা যায় অফিসে নতুন জয়েন করে সহকর্মীদের সাথে মানিয়ে চলতে প্রবলেম হয়; ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমার মনে হয় নিম্নলিখিত ব্যাপারগুলো খেয়াল করলে খুব সহজ মানিয়ে নেওয়া যায়।

পুরোনো সহকর্মীর প্রতি সহমর্মী হোন, যারা বয়সে প্রবীণ এবং কর্মক্ষেত্রে পুরানো তাদের প্রতি আরো বেশি সমীহ এবং যত্নবান হোন, সময় দিন, বোঝার চেষ্টা করুন।

নতুন সহকর্মীকে বুঝুন, তাকেও বুঝতে সময় দিন, নতুন পরিবেশের সাথে কিভাবে একজাস্ট হবে তার একটা ধারণা দিন

ভাষা ও ব্যবহারে সংযত থাকুন, সামাজিক আচরণে খেয়াল রাখুন।

কিভাবে সম্বোধন করবেন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমার বেলা হয়েছিল, কাকে স্যার বলব আর কাকে ভাই এটা বুঝে উঠতেই আমার বারোটা বেজে গিয়েছিল একবার। অনেকেই স্যার,ম্যাডাম সম্বোধন পছন্দ করেন আবার ভাই বা আপা, তবে কর্মক্ষেত্রে সবসময় পেশাদার আচরণ বজায় রাখাই ভালো।

মানুষ হিসেবে সম্মান দিন, সংঘাত বা রেষারেষি হলে সমাধানের চেষ্টা করুন, এতে নিজের একটা নিরপেক্ষ অবস্থান তৈরি হবে।

একটা কথা মনে রাখবেন, নতুন কর্মক্ষেত্রে জয়েন করেই নিজেকে জাহির করার চেষ্টা করবেন না। আপনি যেখানে জয়েন করেছেন সেই প্রতিষ্ঠান আপনাকে ছাড়া এতদিন চলছিল এই কথাটা মনে রেখে অন্ততপক্ষে একমাস প্রতিষ্ঠানের পরিবেশ, লোকজন, বিজনেস পলিসি, আপনার ডিপার্টমেন্টের পলিসি, বোঝার চেষ্টা করুন, এতে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা খুব তাড়াতাড়ি ঠিক করতে পারবেন।

1 Response

Leave a Reply